ব্যান্ডেল-হাওড়া লোকাল ৩৭৭৪৯, ৩৭২৪০, ৩৭২৪২, কাটোয়া-হাওড়া লোকাল ৩৭৭৪৮, তারকেশ্বর থেকে ৩৭৩২৬ ট্রেনগুলি রবিবার বাতিল থাকছে। এছাড়া, ০৩০৭৬ আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশ্যাল বিকেল ৪.৪০-এর জায়গায় ৫.২০ মিনিটে ছাড়বে। ৩৭৩১৭ হাওড়া- তারকেশ্বর লোকাল সকাল ৯.৩০-এর পরিবর্তে ৯.০৫-এ ছাড়বে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খান্না-গুমানি সেকশনের মধ্যে রেললাইনে কাজের জন্য এই ট্রেন বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯.০৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত এই কাজ চালানো হবে।
উল্লেখ্য, শিয়ালদা শাখায় গত দু’দিন ধরে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। শিয়ালদা শাখায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। ১২ বগির ট্রেন চালানোর জন্য পরিকাঠামোগত বেশ কিছু কাজ করা হচ্ছে শুক্রবার থেকে। যে কারণে। আগামী রবিবার পর্যন্ত শিয়ালদা মেন ও উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই কারণেই জন্য শুক্রবার এবং আজ, শনিবার দিনভর হয়রানির মধ্যে পড়তে হয় রেল যাত্রীদের। ট্রেনে বিপুল ভিড় থাকায় প্রাণ হাতে করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় অনেক যাত্রীকেই।
এবার হাওড়া শাখায় অনিবার্য কিছু কাজের জন্যেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। যাত্রীদের সুরক্ষার দিকটি মাথায় রেখেই রেলওয়ে ট্র্যাকের কাজ, ওভারহেড মেইনটেনেন্স, সিগন্যালিং সম্পর্কিত কাজ করতে হচ্ছে বলেই জানিয়েছে রেল। রবিবার হলেও বেশ কিছু ট্রেন বাতিল থাকায় যাত্রীদের একাংশকে অসুবিধার মধ্যেই পড়তে হবে বলে মনে করা হচ্ছে।