এদিনে, রাজ্যের নবনির্বাচিত ২৯ জন সাংসদকে নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ জন সাংসদের মধ্যে যেমন অভিজ্ঞ ও পুনর্নির্বাচিত সাংসদরা ছিলেন। তেমনই, প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ। বৈঠকের পর সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন, ‘এই বিজেপি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বিজেপি দলের মধ্যে এমনিতেই তিনটি ভাগ হয়ে গিয়েছে। এরপর গোটা দেশ থেকে বিজেপি হারিয়ে যাবে।’
এবারের লোকসভা নির্বাচনে ১,৩৭,৯৮১টি ভোটে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়েছেন কীর্তি। নিজের প্রধান প্রতিপক্ষ দিলীপ ঘোষের হেরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের মুখের ভাষা ভালো হাওয়া দরকার। ভালো মানুষ হওয়া দরকার। বিজেপির নেতারা অভদ্র। নরেন্দ্র মোদী নিজে অভদ্র। এঁদের ভদ্রতা আসে না।’ ক্রমাগত তৃণমূল কংগ্রেস দলকে এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভদ্র ভাষায় আক্রমণ করার জন্যেই তাঁর দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, নবনির্বাচিত সাংসদের নিয়ে এদিন দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদরা ছাড়াও এদিনের বৈঠকে পরাজিত প্রার্থী, জেলার গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন। লোকসভার কমিটি এবং রাজ্যসভার কমিটির পদাধিকারীদের নাম এদিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নতুন এনডিএ সরকার পরনির্ভরশীল হয়ে কতদিন টিকে থাকবে সেটা নিয়েও সন্দেশ প্রকাশ করেন তিনি। তৃণমূল কংগ্রেস ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েই চলবে বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।