West Bengal Govt Holiday List 2024,জামাই ষষ্ঠীতে সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নের – jamai shoshthi west bengal government announced half day holiday for government employees


১২ জুন জামাই ষষ্ঠী। এই দিনটিতে প্রতি বছরই রাজ্যের তরফে সরকারি কর্মীদের জন্য কোনও না কোনও উপহার থাকে। এবারেও তার ব্যতিক্রম হল না। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ ১২ জুন অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মীদের।বিজ্ঞপ্তি মোতাবেক, ১২ জুন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি, সরকারি পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ছুটি হবে। জামাই ষষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত। প্রতি বছর জামাই ষষ্ঠীতে রাজ্য সরকারি কর্মীরা অর্ধদিবস ছুটি পেয়ে থাকেন। যদিও ২০২১ সালে এই দিনটিতে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এই বছর রাজ্যের পক্ষ থেকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। এই দিনটিতে পরিবার পরিজনের সঙ্গে কাটানোর পরিকল্পনা, খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনে যোগ দিতে চান অনেকেই। কিন্তু, এক্ষেত্রে ছুটি যাতে কোনওভাবেই বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য এই অর্ধদিবস ছুটি। স্বাভাবিকভাবেই খুশি সরকারি চাকরিজীবীরা।

জামাই ষষ্ঠীর দিন জামাইরা সাধারণত শ্বশুরবাড়িতে যান এবং ভুড়িভোজ সেরে থাকেন। তা দীর্ঘদিনের পরম্পরা। এই বছর ১২ জুন বুধবার জামাই ষষ্ঠী পড়ছে। হাফ ডে অফিস করে জামাইরা শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিতে পারবেন। তবে এই সুযোগ বেসরকারি সংস্থায় কর্মরত জামাইদের কাছে থাকছে না।

এদিকে জামাই ষষ্ঠীর আগে ইলিশের দাম দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। জামাই বাবাজীবনের পাতে ইলিশ দেওয়া কি আদৌ সম্ভব হবে? চিন্তার গৃহস্থের কর্তা ও গিন্নি। বাংলায় ইলিশ বেশিরভাগটাই ওঠে সমুদ্র থেকে। কিন্তু, ১৪ জুন পর্যন্ত মাছ ধরা যাবে না সমুদ্র থেকে। জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সাধারণত মাছের প্রজননের জন্য দুই মাস সমুদ্রে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দফতর। এদিকে ১২ তারিখ জামাই ষষ্ঠী। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার কারণে সেভাবে বাজারে ইলিশ আসছে না।

সেক্ষেত্রে যেটুকু ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলির দামও রীতিমতো আকাশছোঁয়া। জামাই ষষ্ঠীতে কিছু বাড়িতে ইলিশ খাওয়ার রীতি রয়েছে। সেক্ষেত্রে জামাইয়ের পাতে আদৌ ইলিশ ফেলা সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। বড় সাইজের ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *