কী ভাবে পাবেন?
ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (CADC)-র পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। যেখানে মেসেজ করলেই বাড়ি বয়ে পৌঁছে যাবে খাবার। রান্না করা খাবারের ক্ষেত্রে যদি দুপুরের খাবার চান তাহলে আগের দিন রাত ৯’টার মধ্যে বুকিং করতে হবে। আর যদি রাতের ডিনার চান তাহলে সকাল ১০’টার মধ্যে অর্ডার দিতে হবে।
কোথায় অর্ডার দেবেন?
ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিতে পারেন। ৯৭৩৪৩৯৯১৫ / ৯৭৩৫৯২৯৪১৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এর মধ্যে প্রথম নম্বরটিতে কাঁচা সবজি, মাছ, মাংস, মুদিখানার জিনিস অর্ডার করতে পারবেন। দ্বিতীয় নম্বরটিতে রান্না করা আইটেম অর্ডার করতে পারবেন।
কোথায় হবে ডেলিভারি?
সল্টলেকের মৃত্তিকা ভবন থেকে ১০ কিমির মধ্যে এটি ডেলিভারি দেওয়া হয়। মূলত, কলকাতা ও সল্টলেকের জন্যেই এই ডেলিভারি সিস্টেম চালু রয়েছে। তবে, এই সীমানার বাইরে কেউ থাকলে তাঁকে নির্দিষ্ট কাউন্টারে এসে নিয়ে যেতে হবে। WBCADC, মৃত্তিকা ভবন, ১৮/৯ ব্লক – ডিডি, সেক্টর ১, সল্টলেক, কলকাতা – ৭০০০৬৪।
দাম কেমন?
মুদিখানার জিনিসের মধ্যে বাঁশকাঠি চাল ৬২ টাকা প্রতি কেজি, স্বর্ণমাসুরি মিনিকেট চাল ৩৮ টাকা কেজি, সরষের তেল ১৪৫ টাকা লিটার, ছোলার ডাল ১১০ টাকা কেজি, মুসুর ডাল ১২০ টাকা কেজি, পনির ৩৫০ টাকা কেজি, পোল্ট্রি ডিম ৭ টাকা পিস, দেশী ঘি ৭০০ টাকা কেজি। মাছ-মাংসের মধ্যে রুই মাছ ৩১০ টাকা কেজি, পাবদা ৬০০ টাকা কেজি, দেশি মুরগির মাংস ৩১০ কেজি, ব্রয়লার মাংস ২০৫ কেজি, মটন ৭৫০ টাকা কেজি।
পরিষেবা শুরু কী ভাবে?
রাজ্যের প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই হোম ডেলিভারির বিষয়টি। বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ও সিএডিসি কর্মচারীদের উদ্যোগে বিষয়টি চলছে। মূলত, করোনা কালে শহরের নাগরিকদের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হয়েছিল। পরবর্তীকালে এই পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সারাবছর খাবার বাড়ি বাড়ি সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন উৎসব উপলক্ষ্যে বিশেষ মেনুর ব্যবস্থা থাকে। দুর্গাপুজো, কালীপুজো, ইদের সময় বিশেষ থালি ডেলিভারি করার ব্যবস্থা থাকে।