Hooghly News,গ্রামের সম্পদ! প্রাচীন বটে বাদুরদের আস্তানা – thousands of bats take shelter on a tree in hooghly pandua local people reactions watch video


পান্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েতের রামনাথপুর গ্রামে রয়েছে প্রাচীন বটগাছ। গাছের প্রতিটি ডালেই ঝুলে থাকতে দেখা যায় প্রায় কয়েক হাজার বাদুরকে। তাঁদের কিচিরমিচির শব্দে দিনরাত মুখরিত থাকে এলাকা। সন্ধ্যায় বাদুড়ের ছোটাছুটিতে এলাকাটিকে সৃষ্টি হয় সৌন্দর্যের অবর্ণনীয় এক পরিবেশ যা উপভোগ করতে আসে অনেকে। আকাশের দিকে তাকালে এদিক সেদিক দেখা যায় উড়ন্ত বাদুরের দলগুলিকে (Pandua News)। গোধূলির রক্তিম আকাশে শত শত বাদুরের ডানা মেলার দৃশ্যে এলাকাটিকে মনে হয় প্রকৃতির এক অপার সৌন্দর্যের বেলাভূমি‌। তবে অনুমান প্রায় ১০০ বছর ধরে এরা এখানে রয়েছে। এটা গ্রামের একটা প্রাচীন ঐতিহ্য। প্রাচীন বটে বাদুরদের আস্তানা নিয়ে স্থানীয় বাসিন্দারা কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *