দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টিপাত?
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। ফলে কবে হবে বৃষ্টিপাত? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
রবিবার: এদিন রাজ্যের একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যান্য জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত।
সোমবার: সোমবারও অধিকাংশ জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। এই জেলাগুলি হল-
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার: মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
১২ তারিখ বৃহস্পতিবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৩ এবং ১৪ বৃষ্টি চলবে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতাতে অস্বস্তিকর আবহাওয়া। রবিবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে।
দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে চলেছে?
ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। কিন্তু, এরপর মৌসুমী অক্ষরেখা খুব একটা বেশি এগোচ্ছে না। কলকাতায় নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত।