উল্লেখ্য, আগামী মঙ্গলবার রিভিউ মিটিং করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ১১ জুন বিকেল ৪ টের সময় এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পুলিশের এসপি, সিপি, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক বলে জানিয়েছে নবান্ন। লোকসভা নির্বাচনে পর এই প্রথম প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে বদলি করা হল।
জয়শ্রী দাসগুপ্ত লোকসভা নির্বাচন চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও ছিলেন। এই জেলায় কাঁথি ও তমলুক কেন্দ্রে লোকসভা নির্বাচন সংগঠিত হয়। দুটি লোকসভা কেন্দ্রেই টানটান লড়াই হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের মধ্যে। যদিও, এই দুটি কেন্দ্রে শেষে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। এই দুটি কেন্দ্রের পোলিং অবজারভার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে বিজেপি এই কেন্দ্রে পোলিং অবজারভার পাঠিয়েছিল বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেও একাধিক প্রশাসনিক পদে রদবদল করা হয়। পুরুলিয়ার জেলার পুলিশ সুপার পদের দায়িত্বে থাকা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাসকেও বদলি করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পাশাপাশি, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজ কুণ্ডুকে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের মাঝেই একাধিক জেলায় প্রশাসনিক পদে রদবদলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।