Sealdah Local Train : রাজধানী দাঁড়িয়ে ৩ ঘণ্টা! লোকাল-এক্সপ্রেস এক হাল, দুর্ভোগ চরমে – sealdah main line update rajdhani express standing 3 hours local and express passenger face extreme suffering


এই সময়: শনিবার দুর্ভোগ কমার কোনও কথা ছিল না, তা কমেওনি। শিয়ালদহ মেন এবং উত্তর শাখার লোকাল ট্রেনের যাত্রীদের যে দুর্ভোগ রবিবার দুপুর পর্যন্ত পোহাতে হবে, তাও আগে থেকেই ঘোষণা করেছিল রেল। কিন্তু শনিবারের ভোগান্তির ছবি যে শুক্রবারের দু্র্ভোগকেও ছাপিয়ে যাবে, তেমন আশঙ্কা বোধহয় করেননি যাত্রীরা। কিন্তু, শেষ পর্যন্ত তাই ঘটল বলেই অভিযোগ যাত্রীদের।লোকাল ট্রেনের যাত্রীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম ভোগান্তির শিকার হলেন দূরপাল্লার যাত্রীরা। এক-দু’ঘণ্টা নয়, রাজধানী এক্সপ্রেসকে দমদম স্টেশনের বাইরে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। অভিযোগ, এদিন লোকাল ট্রেনও চলেছে খেয়ালখুশি মতো। যে ট্রেন চলেছে, তাতেও বাদুরঝোলা হয়ে যাতায়াত করতে হয়েছে। এই মওকায় স্টেশনের বাইরের ট্যাক্সি ভাড়া হেঁকেছে ইচ্ছেমতো। বাস বেশি থাকলেও ভিড়ের চোটে প্যাচপ্যাচে গরমে নাকাল হতে হয়েছে যাত্রীদের।

যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়বে, এই যুক্তিতেই ‘কর্মযজ্ঞ’ চলছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বাতিল হয়েছে বহু ট্রেন। শনিবার দুর্ভোগের শিকার হয় রাজধানী এক্সপ্রেসও। দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের শিয়ালদহে পৌঁছনোর কথা ছিল সকাল ১০টা ১৫ মিনিটে। সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেন দমদম স্টেশনের বাইরে এসে দাঁড়ায়।

কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ট্রেন চলার কোনও লক্ষণ দেখা যায়নি। ট্রেন কখন ছাড়বে বুঝতে না পেরে শেষ পর্যন্ত রেললাইনেই নেমে পড়েন যাত্রীরা। ভারী ব্যাগ-স্যুটকেস কেউ কাঁধে, কেউ পিঠে নিয়ে হাঁটতে শুরু করেন লাইন ধরে। শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে ছাড়ে ট্রেন। রেলের কর্তাদের কেউ কেউ বলেন, এই ঘটনার কথা জানানো হয়েছিল। ফলে শিয়ালদহ-রাজধানীকে এদিন কেন হাওড়ায় নিয়ে যাওয়া হলো না, তা তাঁরা বুঝতে পারছেন না।

এদিন বহু লোকাল ট্রেনের যাত্রা শুরু এবং শেষ হয় দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। শনিবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিতে ছিল থিকথিকে ভিড়। একই ছবি ছিল দমদম স্টেশনেও। বহু যাত্রী ট্রেনে চড়তেই পারেননি। লোকাল ট্রেনের পাশাপাশি ডাউন ভাগীরথী এক্সপ্রেসও দমদমের ইয়ার্ডে আটকে পড়ে দীর্ঘক্ষণ।

Sealdah Local Train News: শিয়ালদার ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, সকাল থেকেই ট্রেনে ভোগান্তির অভিযোগ যাত্রীদের

এক সময়ে দমদম স্টেশনের বাইরে বনগাঁ লোকাল, রানাঘাট মেমু-সহ একাধিক লোকাল দাঁড়িয়ে পড়ে। এদিন যে ক’টি লোকাল শিয়ালদহ স্টেশনে ঢুকেছে, সেগুলির গড়ে এক ঘণ্টা করে সময় বেশি লেগেছে। অনেকে ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে বিকল্প ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।

কিন্তু ভিড়ের চাপে বাস এবং অন্যান্য গণ পরিবহণেও বিশেষ রেহাই মেলেনি। ব্যারাকপুর এবং সোদপুরে অটো পেতেও লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভোগান্তির সুযোগ নিয়ে বাড়িয়ে নেওয়া হয় ট্যাক্সি ভাড়াও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *