শিয়ালদা লাইনে ভোগান্তি অব্যাহত। রবিবার ছুটির দিনেও সকাল থেকে একই ভাবে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ। বিভিন্ন ট্রেন চলছে ১৫-২০ মিনিট লেটে। সময়ের সঙ্গে বাড়ছে লেটের পরিমাণ। তবে রেল সূত্রে খবর, নতুন করে কোনও ট্রেন বাতিল নেই। এছাড়া আজ ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের চাপ কিছুটা কম। যদিও নিত্যযাত্রী ছাড়াও যাঁদের এই প্রখর রোদে বেরোতে হয়েছে, তাঁদের স্টেশনে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। রেল সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর থেকে পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।যাত্রীদের দাবি বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন লেট হলেও চলছে। কিন্তু হাসনাবাদ-শিয়ালদা শাখার অবস্থা আরও খারাপ। রেলের তরফে পরিস্থিতি ঠিকমতো ঘোষণাও করা হচ্ছে না বলে অভিযোগ। ট্রেন স্টেশনে ঢুকে দাঁড়িয়ে থাকছে দীর্ঘ সময় ধরে। অনেকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ না করেই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যাত্রীদের অভিযোগ, রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদা লাইনে এই পরিস্থিত থাকবে তা তাঁরা জানেন, কিন্তু যাত্রীদের সুবিধার জন্য যে ঘোষণার দরকার, তা রেলের তরফে সঠিকভাবে করা হচ্ছে না। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে স্টেশনেই রাত কাটালেন অসংখ্য যাত্রী। রেলের বিরুদ্ধে অব্যবস্থার একগুচ্ছ অভিযোগ উঠেছে। একদিকে যেমন ট্রেন দেরিতে চলছে, তেমনই কিছু ট্রেন বাতিল হয়েছে বলেও দাবি যাত্রীদের একাংশের। ফলে এই অসহ্য গরমে ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাত্রা করতে হচ্ছে মানুষকে।
পূর্ব রেল অবশ্য মনে করছে, পূর্ব ঘোষণা মতোই রবিবার দুপুরের পর থেকে স্বাভাবিক হতে শুরু করবে পরিষেবা। প্রসঙ্গত, গত শুক্র ও শনিবার এই কাজের জন্য ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের। আজ ছুটির দিন হওয়ায় খুব স্বভাবিকভাবেই যাত্রীর সংখ্যা অনেকটাই কম। এই পরিস্থিতিতে যাত্রীদের আশঙ্কা, যদি আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে ফের ভোগান্তির শিকার হতে হবে।
পূর্ব রেল অবশ্য মনে করছে, পূর্ব ঘোষণা মতোই রবিবার দুপুরের পর থেকে স্বাভাবিক হতে শুরু করবে পরিষেবা। প্রসঙ্গত, গত শুক্র ও শনিবার এই কাজের জন্য ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের। আজ ছুটির দিন হওয়ায় খুব স্বভাবিকভাবেই যাত্রীর সংখ্যা অনেকটাই কম। এই পরিস্থিতিতে যাত্রীদের আশঙ্কা, যদি আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে ফের ভোগান্তির শিকার হতে হবে।
উল্লেখ্য, শিলায়দা মেন লাইন ও বনগাঁ শাখায় সমস্ত লোকাল ট্রেন ১২ বগি করে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই তুলছেন যাত্রীরা। সেই মতো উদ্যোগও গ্রহণ করেছে পূর্ব রেল। কয়েক মাস আগেই কাজ শুরু হয় শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে। আর সেই কাজের জন্যই এবার বন্ধ রাখা হয়েছে ১ থেকে ৫ নম্বর এই প্ল্যাটফর্ম। রেল কর্তৃপক্ষ মনে করছে, সাময়িক এই ভোগান্তি কাটাতে পারলেই আরও ভালো পরিষেবা পাবেন যাত্রীরা।