Sukanta Majumdar,‘আরও দূরে দূরে চলে যাবে’, মিস করলেও বাবার জন্য গর্বিত সুকান্ত কন্যা – sukanta majumdar bjp mp got ministry in modi cabinet 2024


রাজ্যে বিজেপির ফল নিম্নমুখী। তবে, এবারে রাজ্য থেকে দু’জন সাংসদকে মন্ত্রী করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জায়গা পেলেন মোদীর নতুন মন্ত্রিসভায়। বাবার মন্ত্রী হওয়ার কথা শুনে আপ্লুত সুকান্ত মজুমদারের কন্যা সৃজা মজুমদার। বাবাকে আগামী দিনে আরও বেশি মানুষের কাজ করার জন্য ব্যাপারে শুভেচ্ছা জানাল মেয়ে।সুকান্ত মজুমদারের মন্ত্রী হওয়ার খবর শুনে প্রতিক্রিয়া দেয় তাঁর কন্যা সৃজা মজুমদার। সৃজা বলে, ‘আমি খুব খুশি। তবে বাবা আরও দূরে চলে যাচ্ছে, এটাই খারাপ লাগছে। আমি চাই বাবা সব মানুষের পাশে থেকে কাজ করুক।’ পরিবারে হয়তো কিছুটা কম সময় দেবেন সুকান্ত। কিন্ত, তাঁর বাবা মানুষের মঙ্গলের জন্য আরও বেশি কাজ করুক, সেই কথাই জানায় তাঁর কন্যা।

রাজনীতিতে পা দিয়েই ঝড়ের গতিতে উত্থান হয় সুকান্ত মজুমদারের। ২০১৯ সালেই প্রথম রাজনীতিতে পা রাখেন পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদার। সেবার বালুরঘাট কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনার দায়িত্ব দিয়েছিল রাজ্য বিজেপি। প্রথমবারেই নিজের সেরাটা দেখিয়ে দেন সুকান্ত। বালুরঘাট আসন জিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চোখে পড়ে যান।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল রাজ্য বিজেপির কাছে ছিল টার্নিং পয়েন্ট। রাজ্যে বিজেপির উত্থানের পালা শুরু, এমনটাই আশা করেছিলেন রাজ্য নেতৃত্ব। সংগঠনকে আরও মজবুত করতে বালুরঘাটের সাংসদের হাতেই ২০২১ সালে রাজ্য বিজেপির দায়িত্ব তুলে দেওয়া হয়। রাজ্য বিজেপির রাজ্য সভাপতি করা হয় তাঁকে।

মতুয়া গড়ে ব্যবধান কমলেও জয় বিজেপির, শান্তনুকে ফের মন্ত্রী করে পুরস্কার মোদীর
রাজনীতিতে প্রবেশ করার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বটানি নিয়ে। এরপর অধ্য়াপনাও শুরু করেন তিনি। তবে বালুরঘাট আসন থেকে জয়ী হওয়ার পরেই তিনি রাজ্য রাজনীতির আলোচনাও উঠে আসেন। তবে, লোকসভা নির্বাচন ২০২৪-এর লড়াইটা ছিল বেশ কঠিন। অল্প ব্যবধানে জয় পান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *