Chetla Bridge : স্বাস্থ্য পরীক্ষার জন্য চেতলা ব্রিজে যান নিয়ন্ত্রণ, কোন রাস্তা এড়াবেন? – kolkata traffic movemnet will be changed near chetla bridge for its load test


টালি নালার উপর চেতলা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী রবিবার কয়েকঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ব্রিজটি।কলকাতা ট্রাফিক পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জুন রাত ১১টা থেকে ১৭ তারিখ সকল ৭টা পর্যন্ত এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানের কাছে টালি নালার উপর এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কেএমডিএ-র তত্ত্বাবধানে এই ব্রিজের লোড টেস্ট করা হবে ওই সময়ের মধ্যে। সেই কারণে, নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের উপর দিয়ে যান চলাচল করানো সম্ভব নয়।


ব্রিজ বন্ধ থাকার জন্য যান চলাচলের দিক পরিবর্তন করে দেওয়া হবে। চেতলা সেন্ট্রাল রোডের পূর্বগামী গাড়িগুলি চেতলা সেন্ট্রাল রোড ও রাখাল দাস রোডের ক্রসিং থেকে রাখাল দাস রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে গাড়িগুলি জাজেস কোর্ট ধরে নিতে পারে। এছাড়া, পশ্চিমগামী গাড়ি গুলি আর বি এভিনিউ এবং প্রতাপাদিত্য রোডের ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে যাতে সেই গাড়িগুলি প্রতাপাদিত্য রোড ধরে সদানন্দ রোড ধরতে পারে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ১৭ জুন, সোমবার সকাল সাতটা থেকে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

ভোরের শহরে ট্যাক্সি রুখে লুঠ, গ্রেপ্তার ৩
উল্লেখ্য, দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ হল এই চেতলা ব্রিজ। সেতুর স্ট্যাটিক লোড টেস্ট, ডাইনামিক লোড টেস্ট, বেনক‍্যালমেন বিয়ার বিম ডিফ্লেকশন টেস্ট করার জন্যে এই ব্রিজটি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগেও একাধিকবার এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। প্রতি বছরই কেএমডিএ-এর উদ্যোগে এবং কলকাতা ট্রাফিক পুলিশের সহায়তায় এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সেতুর ভার বহন ক্ষমতা কেমন রয়েছে, সেটা দেখার জন্যে এবং সর্বোপরি যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সেতুর ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হয়ে থাকে। তবে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য নির্ধারিত সময়ে মানুষকে কিছুটা দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *