Heatwave Alert West Bengal,ফের তাপপ্রবাহের সতর্কতা, মঙ্গলে ৩ জেলায় অরেঞ্জ অ্যালার্ট, কী বলছে হাওয়া অফিস? – heatwave alert in many districts of west bengal for next some days


গরমের দাপট অব্যাহত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। এরই মাঝে ফের একবার তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। এক প্রেস বিজ্ঞপ্তিতে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কতা থাকছে। সেই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলির কিছু কিছু জায়গায় জারি থাকছে হলুদ সতর্কতা। এছাড়াও বাকি জেলাগুলিতে বজায় থাকবে গরম এবং আদ্রতাপূর্ণ আবহাওয়া।এরপর ১২ তারিখ বুধবার তাপপ্রবাহ পরিস্থিতি সংক্রান্ত কমলা সতর্কতা জারি থাকছে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জায়গায়। পাশাপাশি হলুদ সতর্কতা জারি থাকছে পুরুলিয়া, বঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমানে। এছাড়াও উষ্ণ এবং আদ্রতাপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বাকি জেলাগুলিতে। এখানেই শেষ নয়, ১৩ তারিখ বৃহস্পতিবারও থাকছে হিটওয়েভের সতর্কতা। সেক্ষেত্রে সেদিন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় জারি থাকছে হলুদ সতর্কতা। এই পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছাড়া মানুষকে রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর একান্তই রোদে বেরতে হলে ছাতা, টুপি ও রোদ চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

কেমন থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া?
অন্যদিকে উত্তরবঙ্গে আবার চিত্রটা অনেকটাই অন্যরকম। সেখানে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু কিছু জায়গায়। ফলে ওই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পঙে। ফলে ওই দুই জেলায় জারি থাকছে হলুদ সতর্কতা।

এরপর ১২ জুন বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের উপরের ৪ জেলায়। সেক্ষেত্রে কমলা সতর্কতা জারি থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে। আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙের কয়েকটি জায়গায়। ফলে ওই জেলায় জারি থাকছে হলুদ সতর্কতা। একইভাবে ১৩ তারিখ বৃহস্পতিবারও কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি থাকছে দার্জিলিঙ, জলপাইগুড়ি ও কালিম্পঙে। এছাড়া পাহাড়ের কোনও কোনও জায়গায় ভূমিধসের আশঙ্কাও থাকছে বলে জানান হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *