বয়স মাত্র ১ বছর ৯ মাস। আর এই বয়সেই গড়গড়িয়ে বলছে ৫০ রকমের ফলের নাম থেকে শুরু করে পশু-পাখির নাম। শুধু তাই নয়, ছোট্ট শ্রীনিধি পতাকার ছবি দেখেই বলে দিচ্ছে কোন দেশের পতাকা। বারাসাত শেঠপুকুর এলাকার বাসিন্দা শ্রীনিধি দে রায়। নিজের প্রতিভার জন্যই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস প্রাপ্তি হয়েছে তার। বাড়ির খুদে সদস্য়ের এই প্রাপ্তিতে খুশি পরিবারের সকলেই। শ্রীনিধির মা শুভেচ্ছা কুন্ডু ও বাবা সন্দীপন দে রায় দু’জনেই কর্মসূত্রে চাকরিজীবী। কাজের অধিকাংশ সময় মেয়েকে সময় দিতে না পারলেও, বাড়ি ফিরে অবসর সময়ে মেয়েকে সময় দেন। ছোট থেকেই সব শুনে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে শ্রীনিধি। এত কম বয়সে তার মনে রাখতে পারার ক্ষমতা রীতিমত অবাক করে সকলকে। ৫০ রকমের ফলের নাম, পশু পাখির নাম, দশটা দেশের পতাকা দেখেই নাম বলে দিতে পারে শ্রীনিধি।