Rolls Royce Car,রোলস রয়েসের বাদশা যে সব বলি তারকারা – shah rukh khan akshay kumar and amitabh bachchan bollywood actors who own rolls royce cars watch video


রোলস রয়েস যাঁর গাড়ির কালেকশনে থাকে, তিনি তো অবশ্যই জরা হটকে। শুধু বৈভব নয়, এই গাড়ি আভিজাত্যেরও প্রতীক বটে। বলিউডে এমন হাতে গোনা তারকা আছেন, যাঁদের কালেকশনে এই রাজার গাড়ি আছে। কারও কারও তো একাধিক রোলস রয়েস রয়েছে। এই তালিকায় কারা রয়েছেন? প্রথমেই আসা যাক বিগ বি-র কথায়। তাঁর গাড়ি প্রীতি সব্বার জানা। রোলস রয়েস যে তাঁর পছন্দের গাড়ি, এও অনেকেরই জানা। তা গুনতিতে কটা আছে? একাধিক রয়েছে। তবে মুম্বইয়ের রাস্তায় তাঁকে সবচেয়ে বেশি দেখা যায় ফ্যান্টম এবং গোস্টে। গাড়ি বিলাসী কিং খানও বটে। তাঁর বেশ কিছু গাড়ি আবার বুলেট প্রুফও। বিশেষ করে তিনি নিজে যে গাড়িতে সওয়ার হন। শাহরুখ খানের কালেকশনে রয়েছে রোলস রয়েস রেইথ আর ডন। পিছিয়ে নেই সঞ্জুবাবাও! সঞ্জয় দত্তের গ্যারাজে রয়েছে রোলস রয়েস গোস্ট। এবার ঢুঁ মারা যাক সিংঘম অজয় দেবগণের গ্যারাজে। তাঁর কালেকশনে রয়েছে রোলস রয়েস কালিনান। আর হৃত্বিক রোশনের কাছেও আছে রোলস রয়েস।রোলস রয়েস গোস্ট সিরিজ ২-এর মালিক হৃত্বিক। দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া মুম্বইয়ের গ্যারাজেও আছে এই বহুমূল্য গাড়ি। তাঁর কালেকশনে রয়েছে রোলস রয়েস গোস্ট। এই তালিকায় নাম থাকবে না খিলাড়ি কুমারের! অক্ষয় কুমারও প্রেমে পড়েছেন এই লাক্সারি গাড়ির। তাঁর গ্যারাজে রয়েছে রোলস রয়েস ফ্যান্টম ৭।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *