Satabdi Roy Birbhum MP: কুমড়োর বীজে শতাব্দীর প্রতিকৃতি, উপহার প্রাণকৃষ্ণর – birbhum artist makes a portrait of satabdi roy on pumpkin seed


৪ জুন ঘোষণা হয়েছে ভোটের ফল। বীরভূম থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁকেই শুভেচ্ছা জানাতে বিশেষ উপহার চিত্রশিল্পী প্রাণকৃষ্ণ সিমলান্দির। কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি। রামপুরহাটের বাসিন্দা চিত্রশিল্পী হলেন প্রাণকৃষ্ণ সিমলান্দি। শতাব্দী রায়ের ভক্ত তিনি। শতাব্দীর একটা ছবিও মিস করেননি তিনি। এবার পছন্দের তারকা তথা বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়ের হাতেই তিনি তুলে দিতে চলেছেন এই উপহার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *