Sealdah Train Time : টানা দুর্ভোগের পর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক? খোঁজ নিল এই সময় ডিজিটাল – sealdah train service normlised after three days developmental work


রবিবার পূর্ব নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই শিয়ালদার ১ থেকে ৫ নং প্ল্যাটফর্মের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছিল রেল। কিন্তু পরিষেবা স্বাভাবিক হতে সময় লেগে যায় আরও কয়েক ঘণ্টা। সপ্তাহের শুরুর দিনে পরিষেবা কী পুরোপুরি স্বাভাবিক হল? যাত্রীরা কী জানালেন? খোঁজ নিল এই সময় ডিজিটাল।সপ্তাহের শুরুর দিনে শিয়ালদা স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই। যাত্রীদের বক্তব্য, ট্রেন পরিষেবা ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। তবে, কিছু ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ। শান্তিপুরগামী এক যাত্রী বলেন, ‘গত দু’দিন আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। দীর্ঘক্ষণ ট্রেন দেরি করে, গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটে যায়। আজ থেকে ট্রেন ঠিকঠাক চলছে। তবে কিছুটা লেট আছে।’

আরেক যাত্রী সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘আমার ১১.০৭ ট্রেন ছিল। এখন ১১.৩৩ বাজে, ট্রেন টাইম এখনও ডিসপ্লেতে দেখায়নি। আমি রেগুলার যাতায়াত করি না, তবে এটুকু বলতে পারি, যতই ৯ বগির ট্রেন ১২ বগি করুক, ট্রেন সময় না চললে কিছু হবে না।’ সকাল ৯টায় ডাউন হাবড়া লোকাল ধরেন সরকারি চাকুরিজীবী সাগর হালদার, অনিমেষ সরকাররা। তাঁরা বলেন, ‘ট্রেন হাবড়া থেকে সময়েই ছেড়ে ছিল। তবে দুর্গানগর ঢোকার আগে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। বিধাননগরেও নির্ধারিত সময়ের পরে ২০ মিনিট পরে ট্রেন ঢোকে । কত ভোগান্তি হল এ কয়েকদিনে। তারপরেও সেই ট্রেন লেট, কিছু ট্রেন এখনও ৯ বগি।’

পলতা থেকে শিয়ালদা স্টেশনে কর্মসূত্রে এসেছেন সোমনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘আজকে কিছুটা ট্রেন স্বাভাবিক চলছে। আগে ১২ বগি ট্রেন চালু করুক, তখন কিছুটা স্বস্তি মিলবে যাত্রীদের। ভিড়ের চাপ কিছুটা কমবে।’ বেশিরভাগ যাত্রীদের কথায়, সোমবার সকাল থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ফলত, সপ্তাহের শুরুর দিনেও ভোগান্তি হচ্ছে অনেক যাত্রীদেরই।

Local Train Service Delayed : ‘এরকম সমস্যায় পড়ব ভাবিনি’, অব্যাহত যাত্রী ভোগান্তি

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘রবিবার থেকেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছিল। সোমবারও ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে।’ উল্লেখ্য, রবিবার নির্ধারিত সময়ের ২ ঘন্টা আগেই শিয়ালদা মেন সেকশনে 1 থেকে 5 নম্বর প্লাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়। আগামী মাস থেকে এই প্ল্যাটফর্মগুলিতে ১২ বগির ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদহ মেন সেকশনের 1 থেকে 5 নম্বর প্রত্যেকটি প্লাটফর্মে EMU ট্রেন শুরু হয়।

Sealdah Train Cancel News : ট্রেন বাতিলের জেরে বিক্ষোভ! শিয়ালদায় ব্যাপক ভাঙচুর, কী ব্যবস্থা নিতে পারে রেল?
গত দুদিনে ব্যাপক হয়রানির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। একাধিক ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য নাজেহাল হতে হয় যাত্রীদের। একাধিক ট্রেনের ঠিকমতো ঘোষণা না হওয়ার কারণে হয়রানির মুখে পড়েন যাত্রীরা। পাল্লা দিয়ে ভিড় বাড়ে অটো, বাস রুটেও। দুদিনের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রবিবার। রবিবার সকালে শিয়ালদা স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে ভাঙচুর চালায় কিছু ক্ষুব্ধ যাত্রীরা। তবে, এরপর ট্রেন স্বাভাবিক নিয়মে সময়মতো চলুক, এমনটাই চাইছেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *