Trinamool Congress : নির্বাচন মিটতেই বীরভূমে গেরুয়া শিবিরে ভাঙন, পঞ্চায়েত দখলের পথে তৃণমূল – birbhum bjp panchayat member joined tmc after lok sabha election


লোকসভা নির্বাচনে ফের জয়জয়কার তৃণমূলের। গতবারের তুলনায় আসন সংখ্যা বেড়েছে ৭টি। উলটোদিকে, ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। হাতছাড়া হওয়ার পথে বীরভূমের সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি ও মেম্বার বরুণ অংকুর। বিকাশ রায় চৌধুরী জানান, কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শিঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল।

উল্লেখ্য, পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০ জন। পঞ্চায়েত ভোটে তৃণমূল ৮ ও বিজেপি ৯টি আসন পায়। এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হল ১০ জন। সেক্ষেত্রে সংখ্যার দিক থেকে এই পঞ্চায়েত তৃণমূলের দখলে যাওয়ার কথা। যদিও কড়িধ্যা পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন কতদিনে হয় সেটাই এখন দেখার।

কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জিব বাগদী বলেন, ‘এতদিন ধরে এই গ্রামে সেভাবে উন্নয়ন হচ্ছিল না। সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এবার এই গ্রামের উন্নয়নের কাজে সামিল হব আমরা।’ অন্যদিকে, তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, ‘ কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আমাদের কাছে একটি লিখিত আবেদন পত্র দিয়েছিল। তাঁরা আমাদের দলে যোগদান করতে চান। গ্রামের উন্নয়নের জন্যেই তাঁরা বিজেপি দল থেকে পদত্যাগ করছেন। ওঁদের আমাদের দলে স্বাগত জানানো হল।

অনুব্রত গড় বলে পরিচিত বীরভূম জেলা। যদিও অনুব্রত মণ্ডলকে ছাড়াই এবার গোটা জেলায় লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। এই জেলার দুটি লোকসভা আসনে অর্থাৎ বীরভূম এবং বোলপুর লোকসভা বিপুল ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। একদিকে, বীরভূমে জয়ী হয়েছেন শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অসিত মাল।

Birbhum Lok Sabha Election Result Live : অনুব্রত গড়ে এবারেও সবুজ ঝড়, ভালো ব্যবধানে জয়ের পথে শতাব্দী
লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েত স্তরের বিজেপি নেতৃত্ব দল পরিবর্তন করছেন। গত শুক্রবার কোচবিহার জেলাতেও একটি পঞ্চায়েত দখল নেয় তৃণমূল কংগ্রেস। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ১০ পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে এসে যোগদান করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *