স্বাদে- গন্ধে অতুলনীয় বাঁকুড়ার ‘আম্রপালি’ আম। জেলা-রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে বিগত বছরগুলিতে বিদেশেও সমানভাবে সমাদৃত হয়েছে বাঁকুড়ার আম। একাধিকবার দিল্লির ‘আম উৎসবে’ সেরার সেরা শিরোপা অর্জন করেছে আম্রপালি। চলতি বছরের আমের ফলন অনেকটাই কম। বাজারে চাহিদা থাকলেও ফলন কম হওয়ায় দাম কিছুটা বেশি। আমের ফলন কিছুটা কম হয়েছে বাঁকুড়াতেও। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেই এবার ফলন কম। সাড়ে ছ’হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আশা করা হচ্ছে ২৮ হাজার মেট্রিক টন ফলন পাওয়া যাবে। স্বাদে ও গন্ধে অতুলনীয় বাঁকুড়ার আম্রপালী। আগেও একাধিকবার এই আম জায়গা করে নিয়েছে দিল্লির আম উৎসবে। এবার আম উৎসবে যেতে চলেছে বাঁকুড়ার আম্রপালী, কী জানাচ্ছেন বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক দেবাশীষ মান্না। দেখুন সেই ভিডিয়ো।