Indigo Flight,অন্ডাল থেকে এবার বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা, কবে চালু? – flight service to guwahati and bhubaneswar from andal airport will going to start soon


ভোটের পরেই সুখবর। আগামী ৩০ অগাস্ট অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা। সপ্তাহে চারদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাবে বিমান। বাকি তিনদিন অন্ডাল হয়ে যাবে গুয়াহাটি। এই বিষয়ে অন্ডাল বিমানবন্দরের জেনারেল ম্যানেজার কৈলাশ মণ্ডল বলেন, ‘সপ্তাহে সাতদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা ও ভুবনেশ্বরের মধ্যে বিমান চলবে। আশা করা যায় যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে রুটটি।’

কোন সময় ছাড়বে ও পৌঁছবে বিমান?

বিমানবন্দর সূত্রে খবর, ভুবনেশ্বর থেকে সকাল সওয়া ১১টা নাগাদ ছাড়বে বিমান। সেই বিমান অন্ডালে নামবে ১২টা ৫৫ মিনিট নাগাদ। তারপর সেই বিমান সোম, বুধ, শুক্র ও রবিবার দুপুর সওয়া ১টা নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগড়া উদ্দেশে উড়ে যাবে। বিমানটি বাগডোগরা পৌঁছাবে দুপুর ২টো ২০ মিনিট নাগাদ। আবার বাগডোগরা থেকে বিমানটি দুপুর ২টো ৫৫ নাগাদ ছেড়ে বিকেল ৪টা ৫ মিনিট নাগাদ পৌঁছবে দুর্গাপুরে। আবার ৪টে ৩৫ মিনিট নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বরে পৌঁছবে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ।

অন্যদিকে সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে এসে দুপুর সওয়া ১টা নাগাদ সেই বিমান রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে। বিমানটি গুয়াহাটি পৌঁছবে দুপুর ২টো ৪০ নাগাদ। আবার বিকাল ৩টে ১০ নাগাদ গুয়াহাটি থেকে ছেড়ে সেটি ৪টা ৫০ নাগাদ পৌঁছবে দুর্গাপুরে। তারপর ৫টা ১০ নাগাদ বিমান ছেড়ে ভুবনেশ্বরে পৌঁছবে ৬টা ৫৫ নাগাদ।

দেশের অন্যান্য রাজ্যেও রয়েছে বিমান পরিষেবা

উল্লেখ্য, এই মুহূর্তে অন্ডাল থেকে সপ্তাহে চার দিন উড়ান যায় মুম্বইয়ের উদ্দেশ্যে। পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে সপ্তাহে সাত দিনই চলছে বিমান। এর আগে ১৬ মে থেকে অন্ডাল-চেন্নাইও সপ্তাহে তিন দিন উড়ান চালু হয়েছে। আর এই সমস্ত বিমান পরিষেবাই দিচ্ছে ইন্ডিগো। প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই অন্ডাল। সেখানে বিমানবন্দর চালু হওয়ায় খুব স্বাভাবিকভাবেই শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন খুব সহজে দেশের অন্যান্য জায়গার সঙ্গে সংযুক্ত থাকতে পারছেন। সেখানে ইতিমধ্যেই মুম্বই, দিল্লি বা দক্ষিণ ভারতের একাধিক শহরের মধ্যে বিমান পরিষেবা শুরু হয়েছে। আর এবার সেই তালিকায় আরও দীর্ঘ হল। সেক্ষেত্রে এবার ভুবনেশ্বর ও গুয়াহাটি বিমান পরিষেবাও চালু হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *