Mamata Banerjee : ‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – mamata banerjee big announcement on yogyashree scheme


‘যোগ্যশ্রী’ প্রকল্প হল রাজ্যের একাধিক জনহিতকর কর্মকাণ্ডের মধ্যে একটি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য চালু করা হয়েছিল এই প্রকল্প। সেই প্রকল্পে এবার নতুন সংযোজন হতে চলেছে। নিজেই সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যোগ্যশ্রী প্রকল্পে কী সুবিধা?

ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুবিধা দেওয়া রাজ্যের হবে যোগ্য়শ্রী প্রকল্পে। মূলত, অনগ্রসর তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিঃখরচায় জয়েন্ট এন্ট্রাস (JEE), নিট (NEET) পরীক্ষার প্রবেশিকা ও মূল পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। ব্য়াঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক, আধাসামরিক বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্যেও প্রস্তুতি দেওয়া হয় এই প্রকল্পে।

কী পরিবর্তন হচ্ছে?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরি ছাত্রছাত্রীকেও এবার এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ, রাজ্যে যে কোনও শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই পরিকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন সরকারি চাকরির পরীক্ষার জন্য।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের পরীক্ষাতেই আমাদের ‘যোগ্যশ্রী’ ছেলেমেয়েরা JEE (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৩জন র‍্যাঙ্ক (১৩টি IIT র‍্যাঙ্ক সহ), JEE (মেইন) এ ৭৫জন র‍্যাঙ্ক, WBJEE-এ ৪৩২জন র‍্যাঙ্ক এবং NEET-এ ১১০জন র‍্যাঙ্ক পেয়েছে। এইসব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল আগের বছরের ফলাফলের চেয়েও অনেক ভালো।’ যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়েই অনেকেই ভালো ফল করছেন বলে দাবি তাঁর।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে যেখানে আমার দু’হাজার SC/ST ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। মূলত, যোগ্যশ্রী প্রকল্পের সাফল্যের কথা মাথায় রেখেই এই নতুন সংযোজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া শ্রেণির ছেলে-মেয়েরা আরও অনেক বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার-ডাক্তার হবে – এটাই আমি চাই। এবার যুক্ত হবে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরাও। সবার জন্য রইল আমার অভিনন্দন।’

প্রাপ্য আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ের ছক রাজ্যের
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে হাওড়া জেলার একটি অনুষ্ঠানে গিয়ে এই পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনকেই তিনি জানিয়েছেন, এই প্রকল্পে জেনারেল শ্রেণির ছাত্রছাত্রীদের আওতাভুক্ত করতে গেলে জেলায় জেলায় আরও বেশি প্রশিক্ষণ শিবির করতে হবে। সেই কারণে, রাজ্যের একাধিক জেলায় আরও ৫০টি সেন্টার গড়ার কথা ভাবা হয়েছে। নির্বাচন মিটতেই সেই পদক্ষেপে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিলেন তিনি। রাজ্যের অনেক শিক্ষার্থীরই এর জন্য উপকার হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *