Narada Case,নারদ মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কেন নয়? প্রশ্ন আদালতে – narada case no investigation against all accused says lawyer


এই সময়: নারদ মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না, এ বার সেই প্রশ্ন উঠল আদালতে। সোমবার কলকাতা নগর ও দায়রা আদালতে অভিযুক্ত আইপিএস অফিসার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার আইনজীবী শ্যামল ঘোষ সওয়াল-জবাবের সময়ে এই প্রশ্ন তোলেন।তিনি বলেন, ‘কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের কারণে আমার মক্কেল অভিযুক্ত। কিন্তু, এই মামলায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে? বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’ উল্লেখ্য, শুধু মুকুল নয়, এই মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও অভিযুক্ত। তাঁকে কেন কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন নারদ মামলায় আদালতে হাজির হন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মির্জার আইনজীবীর সওয়ালের পরে ইডি-র কাছে এর জবাব চান বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘তদন্ত কী পর্যায়ে রয়েছে, সে বিষয়ে জেনে তার পরেই বলা সম্ভব। হাইকোর্টে মামলাটি বিচারাধীন।’

পরে অবশ্য আদালতের বাইরে তিনি বলেন, ‘অভিযুক্তের আইনজীবী বলছেন তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। তিনি মনে করলে নিজের বক্তব্য হাইকোর্টে জানাতেই পারেন।’ এদিকে, এদিন আদালত চত্বরেই লোকসভার ভোটের ফল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

​​​আবাসনগুলিকে ভোট কম কেন? খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী। লোকসভা, বিধানসভা থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত, সব নির্বাচনই আলাদা। শেষমেশ দেখতে হয় মানুষ কী রায় দিয়েছেন।’ অন্যদিকে, বিজেপিকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, ‘পশ্চিমবঙ্গের ভাগে সেই প্রতিমন্ত্রী ছাড়া কিছুই নেই!’ এদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তৃণমূলের ভালো ফল করা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি নিরুত্তর ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *