Palak Muchhal : ৩ হাজার সার্জারি! পলক জানেন হৃদয়ের খেয়াল রাখতে – palak muchhal initiative saving little hearts reaches milestone of 3000th surgery watch video


সংগীতশিল্পী পলক মুছল। তাঁর মিষ্টি সুরেলা কন্ঠ যেমন বহু হৃদয়ে প্রলেপের কাজ করে, তেমনই তাঁর উদ্যোগও। যা আক্ষরিক অর্থেই মানুষের হৃদয়ের খেয়াল রাখে। তিনি নিজের উদ্যোগে বেশ কিছু দিন ধরেই সেই সব মানুষের হৃদয় জনিত অসুখের চিকিত্সা অথবা অস্ত্রোপচার করাচ্ছিলেন যাঁরা প্রায় নিঃস্ব। Saving Little Hearts তাঁর আন্তরিক উদ্যোগ (Palak Muchhal Initiative)। আজ ১১ জুন সেই উদ্যোগেই নতুন করে প্রাণ পেল আট বছরের ছোট্ট অলক সাহু। ইন্দোরের এই খুদের হার্ট সার্জারি হল। সাত বছর আগে এই কাজ শুরু করেন পলক মুছল। এই মাইলস্টোনের সেলিব্রেশনে এসে পলক জানালেন, আরও অনেক কাজ করা বাকি আছে। আরও প্রায় ৪১৩ জন শিশু অপেক্ষায় আছে সুস্থ হয়ে ওঠার। এদের সবার পাশে থাকার অঙ্গিকার করেছেন পলক মুছল। তাঁর এই সেলিব্রেশনের সঙ্গী হয়েছিলাম আমরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *