শহর কলকাতায় ফের আগুন। ঘটনাস্থল পার্কস্ট্রিট। মঙ্গলবার পার্কস্ট্রিট এলাকার একটি বিল্ডিং থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। অ্যালেন পার্কের উল্টোদিকের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশকয়েকটি ইঞ্জিন। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। বের করা হচ্ছে একের পর এক গ্যাস সিলিন্ডার।জানা গিয়েছে, সপ্তাহের অন্যতম কাজের দিনে বেলার দিকে হঠাৎই ওই বিল্ডিং থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে এলাকার উপস্থিত মানুষজন। একটি বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই খবর যায় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ভিতরে থাকা লোকজনকে তড়িঘড়ি বাইরে বের করে আনার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন দমকল কর্মীরা। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে পরে বিভিন্ন দিক থেকে ঢোকে একের এক দমকলের ইঞ্জিন। শুরু হয় জল দেওয়ার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন।
ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন দমকল কর্মীরা। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে পরে বিভিন্ন দিক থেকে ঢোকে একের এক দমকলের ইঞ্জিন। শুরু হয় জল দেওয়ার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এদিকে সপ্তাহের কাজের দিন হওয়ায় খুব স্বাভাবিকভাবেই ব্যাপক পরিমাণ মানুষের ভিড় রয়েছে ওই এলাকায়। কারণ শহর কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা এই পার্কস্ট্রিট। প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে বহু মানুষের যাতায়াত লেগেই থাকে ওই এলাকায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছ। এধিকে আগুনের ঘটনায় ভিতরে কেউ আটকে নেই, এমনকী কোনও হতাহতের খবর নেই বলে জনিয়ে দিয়েছেন ডিসি সাউথ।
আরও জানতে রিফ্রেশ করুন…