Rabindranath Tagore Alipore Weather Office,আলিপুর হাওয়া অফিসের আনাচকানাচে কবিগুরুর পরিবেশপ্রেম – rabindranath tagore had a connection with alipore meteorological centre for more details watch bengali video


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একাধিক ঐতিহাসিক কালজয়ী লেখা প্রকৃতির কোলে বসে লিখেছেন। বিভিন্ন গাছের তলায় বসে নানান কবিতা লিখেছেন কবিগুরু। আবহাওয়ার সঙ্গে রবি ঠাকুরের একটা গভীর সম্পর্ক রয়েছে তাঁর। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের ক্ষেত্রে তো বটেই। এই অফিস বাড়িতে কবিগুরু অনেকদিন ছিলেন বলে জানা যায়। এই হাওয়া অফিসের বিশাল বটবৃক্ষের নিচে বসে একাধিক কবিতা লিখেছেন। আলিপুর হাওয়া অফিসের আনাচকানাচে কবিগুরুর পরিবেশপ্রেম। দীর্ঘদিন আলিপুর ওয়েদার অফিসে কাটিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে বটবৃক্ষের সামনে নানান কবিতা লিখেছেন তিনি, সেখানে রবি ঠাকুরের মূর্তি বসিয়ে জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এই নিয়ে বিস্তারিত জানালেন এই সময় ডিজিটালকে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *