Summer West Bengal,দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ, ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বুধেই ঘুরতে পারে হাওয়া – heatwave alert in 4 districts of south bengal today and heavy rain forecast in north bengal


দক্ষিণে চাঁদিফাটা গরম, আর উত্তরে ভারী বৃষ্টি, এককথায় বলতে গেলে এটাই আপাতত এই রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণের একাধিক জেলা। বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি দিনভর ঘেমে নেয়ে স্নান করিয়ে দেবে। বুধবার বিকেলের পর দক্ষিণে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যে পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। সেক্ষেত্রে বুধবার পর্যন্ত থাকছে তাপপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবের, ১৪ তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে কোনও আপডেট দেওয়ার মতো পরিস্থিতি নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে চরম গরম ও প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ মঙ্গলবারও তেমনভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় থাকতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। বুধবার বিকেলের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যজুড়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। এছাড়াও গরমে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

কলকাতায় কেমন পরিস্থিতি?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজও কলকাতায় থাকবে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া। আংশিক মেঘলা থাকবে আকাশ। সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে শহর কলকাতাতেও বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতি ও শুক্রবার।

উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি?

এদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে ফুটছে তখন উলটো চিত্র উত্তরবঙ্গে। সেখানে বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উপরের দিকের পাঁচ জেলায় চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে থাকছে দমকা হাওয়ার পূর্বাভাস। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এরপর বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়,ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে মালদা ও দুই দিনাজপুরেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *