বিদেশে হয়ে গেল দ্বিতীয় অস্ত্রোপচার! হাসপাতালের বিছানায় তারকা অলরাউন্ডার


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়া যখন নিউ ইয়র্কে বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে ব্যস্ত, তখনই হাসপাতালের বিছানায় শুয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)! ৩২ বছরের ক্রিকেটারের পায়ের পাতায় অস্ত্রোপচার হল লন্ডনের এক হাসপাতালে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শার্দূল লিখেছেন, ‘সফল অস্ত্রোপচার হল’।

আরও পড়ুন: ‘শিখরাই বাঁচিয়েছে তোমার মা-বোনকে, মুখ সামলে কথা বলো নালায়েক’

এই নিয়ে দ্বিতীয়বার শার্দূলের পায়ের পাতায় অস্ত্রোপচার হল। পাঁচ বছর আগে ২০১৯ সালে এই একই সমস্য়ায় জেরবার হয়েছিলেন শেষবার চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি বছর আইপিএল (নয় ম্য়াচে পাঁচ উইকেট) খেলা ক্রিকেটার। এই বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফরে শার্দূলকে ভুগিয়েছে পায়ের চোট। যদিও তিনি রঞ্জি ট্রফিতে দুরন্ত প্রত্যাবর্তন করেন। মুম্বইকে ৪২ বার ভারতসেরা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

বিসিসিআই-এর কাছে শার্দূল লম্বা বিরতি চেয়েছেন। ম্য়াচের ফাঁকে যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। যেহেতু শার্দূল বোর্ডের গ্রেড ‘সি’ ক্রিকেটার সেহেতু তাঁর চিকিৎসার যাবতীয় খরচ ভারতীয় ক্রিকেট বোর্ডই বহন করছে। জানা যাচ্ছে শার্দূলের ফিরতে তিন মাস মতো সময় লেগে যাবে। সেক্ষেত্রে তাঁর মাঠে ফিরতে ফিরতে আগামী ঘরোয়া মরসুম লেগে যাবে। শার্দূলকে শেষবার দেশের জার্সিতে গতবছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: WATCH | Cristiano Ronaldo: সেরিব্রাল পালসিতে আক্রান্ত খুদে! হুইলচেয়ার ঠেলে মাঠে আনলেন রোনাল্ডো…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *