Arpita Swarnadipto Jamai Sasthi 2024 : কেমন কাটছে অর্পিতা-স্বর্ণদীপ্তর প্রথম জামাইষষ্ঠী? – arpita mondal and swarnadipto ghosh spend first jamai sasthi 2024 after their marriage know the reactions watch video


বেশ কিছু বছর প্রেমের পর একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অর্পিতা-স্বর্ণদীপ্ত। কিছুমাস আগেই নিজেদের বিয়ের অর্ধবার্ষিকীতে মেতেছিলেন তাঁরা। মাস ছয়েক আগে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অর্পিতা মন্ডল ও স্বর্ণদীপ ঘোষ (Jamai Sasthi 2024)। টেলি জগতের জনপ্রিয় মুখ তাঁরা। দু’জনেই প্রথম দিকে আলাদা ধারাবাহিকে অভিনয় করতেন। যার ফলে চিনতেন না একে-অপরকে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টারের’ হাত ধরে প্রথম আলাপ হয় তাঁদের (Arpta Swarnadipto Wedding)। বিয়ের পর এই বছর তাঁদের প্রথম জামাইষষ্ঠী। কেমন কাটাচ্ছেন এই টেলি তারকা জুটি তাঁদের প্রথম জামাইষষ্ঠী? সেই খোঁজ করতে আমার হাজির হয়েছিলাম। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *