Behala Incident,বেহালায় পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ, একাধিক গাড়িতে ভাঙচুর – miscreants allegedly attack in a petrol pump at behala


বেহালায় পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের তাণ্ডব। বেশকিছু গাড়িতে ভাঙচুর চালান হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেহালা থানার পুলিশ। ঘটনায় বেহালা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।অভিযোগ, বুধবার বিকেল পাঁচটা নাগাদ বেহালার লীলা পেট্রোল পাম্পে স্থানীয় কিছু যুবক মদ্যপ অবস্থায় লাঠি নিয়ে এসে সিএনজি নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপরে ভাঙচুর চালায়। পেট্রোল পাম্পের দুই কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ।

ঘটনায় পেট্রোল পাম্প মালিকের দাবি, সিএনজি নেওয়ার জন্য যে গাড়িগুলি আসে, সেগুলি যাতে রাস্তায় লাইন দিয়ে গ্যাস নিতে না পারে সেই জন্যই এই ভাঙচুর চালান হয়েছে। মারধরও করা হয়েছে পেট্রোল পাম্পের কর্মীদের। এমনকী কয়েকজন দুষ্কৃতীর হাতে মদের বোতল ছিল বলেও অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। এদিকে এই ঘটনার জেরে পেট্রোল পাম্প সংলগ্ন বুড়ো শিবতলা মেইন রোড বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত মে মাসে বীরভূমের লাভপুরে একটি পেট্রোল পাম্পে লুঠপাটের অভিযোগ ওঠে। রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পেট্রোল পাম্পে ঢুকে কর্মীদের বন্দুক দেখিয়ে লক্ষাধিক টাকা লুট করার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, লাভপুর থানার অন্তর্গত মানপুর বাসস্ট্যান্ডের কাছে বুড়িকালি পেট্রোল পাম্পের কর্মীরা ওই রাতে সারাদিনের লেনদেনের হিসেব নিকেশ করছিলেন। একইসঙ্গে কর্মীদের শিফটও পরিবর্তন হচ্ছিল। সেই সময় দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে পড়ে। ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। তারপরেই সেখান থেকে চম্পট দেয় তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *