Bird Flu Humans,বাংলায় বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ বছরের শিশুকন্যা: WHO – west bengal one 4 year child got bird flu who reveals


বাংলায় বার্ড ফ্লু আক্রান্তের হদিশ! ৪ বছর বয়সি এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে এইচ৯এন২। এর জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। এই তথ্য প্রকাশ্যে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।রিপোর্ট বলছে, গত ফেব্রুয়ারি মাসে বাংলার এক শিশুকন্যা প্রবল জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাঁকে বিভিন্ন ধরনের পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরেই জানা যায় তাঁর শরীরে থাবা বসিয়েছে বার্ড ফ্লু। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই শিশুকন্যার বাড়িতে একটি মুরগির ফার্ম ছিল। ফলে সেখান থেকে সে সংক্রমিত হতে পারে, এই আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিশুটির জ্বর, শ্বাসকষ্ট, পেট খারাপের মতো উপসর্গ ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। প্রায় তিন মাস ধরে তার চিকিৎসা চলে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে শিশুটি এবং স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে।

স্বস্তির খবর, ওই শিশুর পরিবারের কোনও সদস্যের মধ্যে এইচ৯এন২-র কোনও হদিশ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে শেষবারের মতো ২০১৯ সালে দেশের এক বাসিন্দার শরীরে পাওয়া গিয়েছিল এইচ৯এন২। প্রায় পাঁচ বছর দেশে বার্ড ফ্লুর সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মেক্সিকোতে এই মাসেই এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গিয়েছে, মেক্সিকোর ওই ব্যক্তির বয়স ছিল ৫৯ বছর। তিনি জ্বর, শ্বাসকষ্ট, ডায়াবেটিসের মতো রোগে ভুগছিলেন। তিন সপ্তাহ অসুস্থ ছিলেন তিনি। তারপর তাঁর মৃত্যু হয়। বার্ড ফ্লু নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, ‘বার্ড ফ্লুর বেশিরভাগ উপসর্গের সঙ্গে ইনফ্লুয়েঞ্জার মিল রয়েছে। সঠিক সময়ে তা ধরা পড়া প্রয়োজনীয়।’ উল্লেখ্য বার্ড ফ্লুর একাধিক স্ট্রেন রয়েছে। তবে বার্ড ফ্লু একজনের থেকে অপরজনের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। পাখি, গবাদি পশুর থেকে সরাসরি যোগাযোগ এড়িয়ে গেলে এই সংক্রমণ ঠেকানো যেতে পারে। মাস্ক পরলেও বার্ড ফ্লুর ঝুঁকি অনেকাংশে কমে।

এই গরমে জল বা তরল বেশি খেলে বিপদ, কম খেলেও সঙ্কট

নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *