Darjeeling Toy Train,পর্যটনের মরশুমে অঘটন, কার্শিয়াঙে টয় ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের – young boy allegedly died in a toy train accident at kurseong


টয় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে দুর্ঘনাটি ঘটেছে কার্শিয়াং স্টেশনের কাছে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় কার্শিয়াং স্টেশনের টয় ট্রেন চলাচল। ঘটনার জেরে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

টয় ট্রেন পিছনোর সময় দুর্ঘটনা

জানা গিয়েছে, রোজের মতো এদিনও স্টেশনে আসে টয় ট্রেনটি। স্টেশনে লাইন চেঞ্জের জন্য টয় ট্রেনটি পিছনে যাচ্ছিল। সেই সময় ট্রেনে কোনও পর্যটক ছিলেন না বলেই খবর। স্থানীয় সূত্রে খবর, ট্রেনটি যখন পিছচ্ছিল সেই সময় লাইনেই দাড়িয়েছিলেন সূর্য রাওয়াত (১৮) নামে ওই যুবক। ট্রেনের ধাক্কায় লাইনের উপরেই পড়ে যান তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত যুবক কার্শিয়াং-এর বাসিন্দা বলেই জানা গিয়েছে।

কিছু সময় বন্ধ পরিষেবা

ঘটনার পর কার্শিয়াং স্টেশনে কিছুক্ষণের জন্য থেমে যায় টয় ট্রেন। দেহ লাইন থেকে তোলার পর স্টেশন ছেড়ে বেরোয় ট্রেনটি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং থানার পুলিশ। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃত যুবকের পরিবারও। এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক আধিকারিক বলেন, ‘টয় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানও হয়েছে।’

পর্যটনের মরশুমে দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

প্রসঙ্গত, পাহাড়ে এখন চলছে পর্যটনের মরশুম। সুতরাং পর্যটকদের আগাগোনা লেগেই রয়েছে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ও সংলগ্ন এলাকায়। আর পর্যটকদের মধ্যে বরাবরই টয় ট্রেনের প্রতি রয়েছে বাড়তি আকর্ষণ। সেক্ষেত্রে সেই টয় ট্রেনেই এই ধরনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

এদিকে যেহেতু পর্যটকদের চাহিদা এখন অনেকটাই বেশি তাই সম্প্রতি জয় রাইডের সংখ্যা বাড়ান হয়েছে। পর্যটকদের চাহিদা মেটাতেই জয় রাইডের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। চলতি মাসের শেষ পর্যন্ত বাড়তি এই জয় রাইডগুলি চলবে বলে জানা গিয়েছে। IRCTC কিংবা DHR-এর ওয়েবসাইট থেকে জয় রাইডের টিকিট কাটতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি সেখান থেকেই দেখা যাবে জয় রাইডের সময়সূচি। যাত্রীদের চাহিদা এতটাই যে জয় রাইডের বুকিং নিমেষে শেষ হয়ে যাচ্ছে বলেই খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *