কথায় আছে গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গাছই আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে থাকে। এ ছাড়াও ফল, ফুল, সবজি, জ্বালানীর কাঠ সব কিছুই দিয়ে থাকে। গাছ ছাড়া প্রাণী জগত একেবারেই অচল। কিন্তু আমরা মানব জাতি প্রতি নিয়ত গাছকে বা বনাঞ্চলকে ধ্বংস করে চলেছি। তাই প্রকৃতি মাকে বাঁচাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার এক প্রৌঢ়। তিনি প্রায় ১ লাখ নিম গাছ লাগানোর পরিকল্পনা করেছেন। প্রায় ১ লাখের উপর গাছ লাগিয়ে দূষণমুক্ত কলকাতা গড়ার স্বপ্ন দেখেছেন রমেশের। এই স্বপ্ন তিনি বাস্তবায়িত করতে পারেন তবে আখেরে কলকতাবাসীর অনেক উপকার হবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এই বিষয়ে কী জানাচ্ছেন তিনি?