Gold Jewellery,পুলিশের সঙ্গে বহু বৈঠকেও ফলাফল শূন্য, ডোমজুড়ের ডাকাতিতে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের – howrah domjur jewellery shop robbery update businessman expressing their anger against police


সম্প্রতি রানিগঞ্জে ডাকাত দলের তাণ্ডবের সাক্ষী থেকেছে মানুষ। এর আগে রানাঘাট ও পুরুলিয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকী হাওড়ার ডোমজুড়েও সোনার দোকানে উঠেছে ডাকাতির অভিযোগ, ঘটেছে রক্তারক্তি ঘটনা। আর শুধু এই জায়গাগুলুলিই নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমাধ্যেই সোনার দোকানে লুঠপাটের অভিযোগ উঠে আসে। এই পরিস্থিতিতে আতঙ্কে হাওড়ার ডোমজুড়ের স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীরা।স্বর্ণ শিল্পের সঙ্গে হওড়ার ডোমজুড়ের নাম জড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। বহু বছর ধরেই এখানকার মানুষজন স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রে মুম্বই সহ দেশের অন্যান্য জায়গায়, এমনকী বিদেশেও ছড়িয়ে রয়েছেন এখানকার কারিগরেরা। ডোমজুর এলাকায় বর্তমানে প্রায় একশো সোনার দোকান রয়েছে। এছাড়াও রয়েছে ছোট বড় মিলিয়ে গয়না তৈরির প্রায় হাজার দুয়েক কারখানা। কিন্তু নিরাপত্তা নিয়ে অভিযোগ রয়েছে এখানকার স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীদের। স্বর্ণ শিল্পের এত বড় এলাকা হলেও, নিরাপত্তা বলে কার্যত তেমন কিছুই নেই বলে অভিযোগ তাঁদের।

ঠিক কী অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীদের?

এই বিষয়ে ডোমজুর স্বর্ণ রৌপ্য শিল্পী সমিতি ও ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, ‘আগে এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাইও হয়। আতঙ্ক ক্রমেই বাড়ছে। পুলিশের সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি। ভয়ে সোনার দোকানে বেশি গয়না রাখা যায় না। নিজেরা কিছু জায়গায় নিরাপত্তা কর্মী রাখলেও, পুলিশের তরফ থেকে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। দিনের বেলায় ডাকাতি হয়ে গেল। আগে থেকে ওই এলাকায় পুলিশি নজরদারি থাকলে এটা হত না।’ এই পরিস্থিতিতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, কমপক্ষে সিভিক ভলান্টিয়ার দিয়ে নজরদারি বাড়ান হোক এলাকায়।

ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ডোমজুড়ে একটি সোনার দোকানে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। দোকানের কর্মীদের বেঁধে ফেলে তারা। এমনকী বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। এরপর গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরাও। আর এবার এলাকার নিরাপত্তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *