Howrah News,হাওড়ার পাঁচলায় সাদা ভাম, কী ভাবে যত্ন নিচ্ছে বন দফতর? – albino animal has recovered from howrah


দিন কয়েক আগে হাওড়ার পাঁচলার গোলাবাড়ি থেকে একটি সাদা ভাম বা অ্যালবিনো উদ্ধার করেছে বন দফতর। বর্তমানে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছে ওই অ্যালবিনোটি। ছোট থাকায় সেটিকে আপাতত প্রাণী চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। তবে বড় হলে সেটিকে পরিবেশে ছেড়ে দেওয়া বলে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, কয়েক দিন আগে হাওড়ার গোলাবাড়ির এক গৃহস্থের বাড়ির গুদাম ঘরে একটি ভাম চারটি শাবক প্রসব করে। ছানাগুলি সেখানেই বেড়ে উঠছিল। কিন্তু দিন কয়েক আগে থেকে হঠাৎই মা ভামটি ছানাদের কাছে আসা বন্ধ করে দেয়। ফলে ছানাগুলি খিদের জ্বালায় চিৎকার করতে থাকে এবং বাড়ির বিভিন্ন ঘরে ঢুকে পড়তে থাকে। এরপরেই গৃহকর্তা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য শুভঙ্কর কোলে ও শুভজিৎ মাইতির সঙ্গে। খবর পেয়ে শুভজিৎ ও শুভঙ্কর ভাম ছানাগুলিকে উদ্ধার করতে গিয়ে দেখেন চারটি ছানার মধ্যে একটি সাদা সাদা রঙের। তাঁরা ছানাগুলিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বন বিভাগ ভামগুলিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, ‘অ্যালবিনিশম একটি জেনেটিক মিউটেশন। প্রাণী জগতে অ্যালবিনিশিম বা পিগমেন্টেশনের অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিমের জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়। ২০২১ সালে ওড়িশার সাতকোশিয়া টাইগার রিজার্ভে অ্যালবিনো ভাম দেখা গিয়েছিল।’

এদিকে এই বিষয়ে বন দফতরের উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায় বলেন, ‘এটা বিরল নয়। এটাকে মিউটেশন ভ্যারিয়েশন বলা হয়।অন্য ছানাগুলিকে যেভাবে দেখভাল করা হচ্ছে, ওটিকেও সেভাবেই করা হচ্ছে। এর আগেও এই ধরণের পেয়েছি। ওই জায়গায় প্রথম পেলাম। যতক্ষণ না ফিট হচ্ছে রাখা হবে। তারপর পরিবেশে ছেড়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত প্রায় এক বছর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল হাওড়া। বিষধর কালাচ সাপ উদ্ধার হয়, যেটির কালো শরীরে হালকা সাদা ডোরা কাটা দাগ দেখা যায়। হাওড়া উলুবেড়িয়ার রবিভাগ গ্ৰাম পঞ্চায়েতের ডিহিপাড়ায় ওই সাদা কালাচ সাপটি দেখা যায়। এক ব্যক্তির বাড়ির উঠনে সাদা রঙের সাপটি নজরে আসে। পরে সেই সাপটিকে উদ্ধার করা হয়। আর এবার সেই হাওড়া থেকেই উদ্ধার হল সাদা ভাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *