Kunal Ghosh Maniktala Apartment Incident : মানিকতলার আবাসনে পৌঁছালেন কুণাল ঘোষ, কী বার্তা দিলেন? – kunal ghosh along with local councillor went to maniktala apartment to seek appology after chaos victory auto rally incident watch video


লোকসভা ভোটে জয়ের পরেই মণিকতলার একটি আবাসনে তৃণমূলের মিছিল করা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল করা হয় স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল করা হয় বলে অভিযোগ। নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি খবর সূত্রের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা কেন ঘটল, সে প্রশ্ন তুলে কাউন্সিলরকে ভর্ৎসনা করেন। আজ কুণাল ঘোষ সেখানে গিয়ে কাউন্সিলরকে সাথে নিয়ে ক্ষমা চাইতে গেলেন আবাসনের বাসিন্দাদের কাছে। তারপর সাংবাদিক বৈঠক করে কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *