আপাতত অর্জুন কপুর ও মালাইকা আরোরার ব্রেক আপের খবরে বলিউডের অলিগলিতে কান পাতা দায়। নেটপাড়াতেও নিত্য নতুন থিওরি গজিয়ে উঠছে (Arjun Kapoor Hospitalized)। তবে এখনও পর্যন্ত মালাইকা বা অর্জুন অফিশিয়ালি স্পিকটি নট হয়েই আছে। এরই মধ্যে আবার অর্জুন বেজায় অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে (Malaika Arora News)। আর ওদিকে মালাইকে গার্ল গ্যাং-এর সঙ্গে ফ্রান্সে ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলেন। নেটিজেনরা দুয়ে দুয়ে চার করবেন, নাকি পাঁচ, তা নিয়ে বেশ গোলযোগেই ছিলেন। এরই মধ্যে আবার মুম্বই এয়ারপোর্টে হল মালাইকা দর্শন। ফের মুম্বই ছেড়ে উড়ে যাচ্ছেন। আর এবারও একা। বলি কেসটা কি যে হচ্ছে তার তল পাওয়া যাচ্ছে না যে! আসুন দেখে নিন সেই ভিডিয়ো।