Nisith Pramanik : ‘গণনাকেন্দ্রে শতাধিক EVM বদল হয়েছে’, ফলপ্রকাশের ৮ দিন পর সাফাই নিশীথের – nisith pramanik raised allegetaion of evm tampering in cooch behar lok sabha election


কোচবিহার কেন্দ্রে এবার ইন্দ্রপতন। হারতে হয়েছে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে। ফল ঘোষণার পর থেকেই কার্যত অন্তরালে ছিলেন তিনি। প্রায় এক সপ্তাহ বাদে সাংবাদিক বৈঠক করে, হারের কারণ ব্যাখ্যা করলেন প্রাক্তন সাংসদ তথা মন্ত্রী।গণনাকেন্দ্রে শতাধিক EVM বদল হয়েছে। ফল ঘোষণার এক সপ্তাহ পর কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন নিশীথ প্রামাণিক। পাশাপাশি লোকসভা কেন্দ্রের ৮ শতাংশ বুথে ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন নিশীথ। সেখানে জেলা নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এরপরই সাংবাদিকদের সামনে EVM বদলের অভিযোগ আনেন। এদিন তিনি আরও জানান, জেলার বিভিন্ন প্রান্তে যেসব কর্মীরা আক্রান্ত হচ্ছে আগামীকাল থেকে সেসব এলাকায় যাবেন।

গত ৪ জুন কোচবিহার লোকসভা কেন্দ্রে ফল বেরিয়েছে। জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। হেরে পরদিনই নিঃশব্দে দিল্লি চলে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। একসপ্তাহ পর মঙ্গলবার দিনহাটায় ফেরেন নিশীথ। এরপর বুধবার বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন নিশীথ। সেখানে বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিধায়ক বরেন বর্মন, বিধায়ক সুশীল বর্মনদের সঙ্গে নিয়ে বৈঠক করেন।

পুজো দিয়ে মদনমোহনের আশির্বাদ নিলেন নিশীথ

ঘন্টাখানেক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নিশীথ প্রামাণিক বলেন, আমরা বুথ ধরে ধরে বিশ্লেষণ করে যা বুঝতে পারছি জেলার ৮ শতাংশ বুথের বাইরে গ্রামে গন্ডগোল হয়েছে। একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন। ছাপ্পা হয়েছে। কারণ, শীতলকুচি, দিনহাটা, সিতাই, কোচবিহার দক্ষিন সহ বিভিন্ন এলাকায় বিজেপি ভোট পেয়েছে ৬ হাজার। অপরদিকে, তৃণমূল সেখানে এক লাখ ৬ হাজার ভোট পেয়েছে। এ থেকেই পরিষ্কার ছাপ্পা হয়েছে বলে তাঁর দাবি। তাঁর আরও দাবি, ভোট গণনার দিন কর্মীদের কাছ থেকে যা খবর পেয়েছি, ফর্ম ১৭ সি তে যে ইভিএম এ ভোট হয়েছিল তার সঙ্গে গণনার দিন যে ইভিএম গণনা হয়েছে তার মিল নেই।

কোচবিহারে পরাজয়ের পরেই বিজেপিতে ভাঙন, পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
তাঁর এই সমস্ত দাবি নস্যাৎ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় জানান, উনি তো আগে বলতেন ভোটটা তিনি নাকি ভালো বোঝেন। যে ছাপ্পা বা ইভিএম বদলের অভিযোগ তুলছেন, ভোটের পর বা ফল বের হওয়ার পর কেন কোনও অভিযোগ কমিশনে করেননি। তাঁর কথায়, ‘হেরে গিয়ে এখন ভুলভাল অভিযোগ করছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *