Prosenjit Rituparna Exclusive Interview : ৫০ ছবি পেরিয়ে ঋতুপর্ণাকে কতটা চেনেন প্রসেনজিৎ? – ajogyo actors prosenjit chatterjee and rituparna sengupta revealed how much they know each other after 50th film watch video


৫০তম ছবিতে জুটিতে ফের ধরা দিয়েছেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁদের ৫০তম সিনেমা অযোগ্য করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা ও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জীবন নিয়ে মানুষ কম জল ঘোলা করেনি, একাধিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছে তাঁদের সম্পর্ক থেকে বন্ধুত্ব। মাঝে বেশ কিছু বছর তাঁদের একসাথে কোনও কাজ আসেনি। দীর্ঘ বন্ধুত্বের পথ পেরিয়ে এসে, আজও কি টুকটাক ভুল হয় স্পেশাল তারিখে? এই সময় ডিজিটালের সঙ্গে মজার খেলায় টলি পাড়ার কিং-কুইন। বাংলা ছবি ঋদ্ধ হোক, দুটিতে জুটিতে ফের ফিরিয়ে আনুন সিনেমা হলে মানুষের জোয়া। বাংলা সিনেমার একনিষ্ট দর্শক হয়ে এইটুকুই চাওয়া আমদের। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *