Local Train Cancelled List,ফের বাতিল ১৬৬ লোকাল, দুর্ভোগের আশঙ্কা দূরপাল্লার যাত্রীদেরও, জানুন সম্পূর্ণ তালিকা – many local express and mail train will be cancelled in south eastern railways between 22 june to 1 july


এবার নন ইন্টারলকিংয়ের কাজ দক্ষিণ পূর্ব রেলে। যার জেরে বাতিল থাকতে চলেছে বেশকিছু ট্রেন। আন্দুলে নন ইন্টারলকিংয়ের কাজের জেরে আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল থাকতে চলেছে। সেক্ষেত্রে মেদিনীপুর-হাওড়া লোকাল সহ খড়গপুর ডিভিশনের মোট ১৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে, এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথেরও পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনেরও। একইসঙ্গে সময় পরিবর্তন করা হচ্ছে আরও ৮ জোড়া এক্সপ্রেসের।এই সময়ের মধ্যে বিভিন্ন দিনে বিভিন্ন মেন ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে বলে এক প্রেস বিত্রপ্তিতে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। সেক্ষেত্রে বাতিল থাকছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, কাণ্ডারী এংক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস সহ আরও কিছু দূরপাল্লার ট্রেন। অন্যদিকে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সময়সূচিতে পরিবর্তনও আনা হচ্ছে বেশকিছু ট্রেনের। যে সমস্ত ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে, তার মধ্যে রয়েছে, পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, নয়া দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের মতো দূরের গাড়িও।

দক্ষিণ পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তি
টানা ১০ দিন চলবে এই পরিস্থিতি। ফলে ওই দক্ষিণ পূর্ব রেলে লোকাল ট্রেন এবং দূরপাল্লা, উভয় যাত্রীদেরও ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে পারে আশঙ্কা করা হচ্ছে। কারণ খড়গপুর, মেদিনীপুরের দিক থেকে বহু মানুষই প্রতিদিন বহু মানুষ পেশাগত প্রয়োজন বা অন্যান্য আরও কারণে হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত করেন। সেই দিক থেকে তাঁরা ব্যাপক সমস্যার মধ্যে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *