প্রবল ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমেই এবারে এসির ব্যবস্থা করেছে নদিয়ার রাণাঘাটের একটি স্কুল। এই মুহূর্তে তেতেপুড়ে যাচ্ছে বঙ্গ। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। এরই মধ্যে গরমের ছুটিও ফুরিয়েছে সব সরকারি স্কুলে। এই পরিস্থিতিতে মাথায় গনগনে রোদ নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না বলেও খবর। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাস রুমের জন্য এসি কিনলেন। আর তা দেখে খুশি পড়ুয়ারা থেকে অবিভাবকরা। দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি। আসুন আরও বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিয়ো।