নিট নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে এদিনই সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা নিট ইউজি-র দিনক্ষণ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি বছরের ২৩ জুন নিট ইউজি-র আয়োজন করবে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ জুন। তবে নিট ইউজি উত্তীর্ণ সবাইকে এই পরীক্ষায় বসতে হবে না। যে ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, কেবলমাত্র তাঁদেরই পরীক্ষা নেওয়ার জন্য এনটিএ-কে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন প্রকাশিত হয় নিট ইউজির রেজাল্ট। তার পর থেকেই কারচুপির অভিযোগ তুলে সরব হন পরীক্ষার্থীদের একটা অংশ। তাঁদের দাবি, এবারের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তাছাড়া অন্যায়ভাবে বেশ কিছু পরীক্ষার্থীকে এনটিএ গ্রেস মার্কস দিয়েছে বলেও অভিযোগ। যা নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই পরীক্ষার্থীরা।
এই বছর নিটে প্রথম স্থান অধিকার করেন মোট ৬৭ জন। তারপরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীদের একটা অংশ। সঙ্গে সরব হয় একাধিক বিরোধী দল। পরীক্ষা বাতিল এবং কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানিয়ে দায়ের হয় একাধিক মামলা। তবে নিট নিয়ে কারচুপির অভিযোগ উঠলেও কাউন্সেলিংয়ে এখনও কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ীই কাউন্সেলিং হবে বলে খবর।