নানা গুজগুজ ফুসফুস চলছিল। করিনার নামের ট্যাটু কেন পালটে ফেললেন সইফ আলি খান! এই নিয়ে খাঁড়া করা হচ্ছিল নানা থিওরি (Bollywood News)। কেউ কেউ তো আগ বাড়িয়ে এও বলতে শুরু করেছিলেন করিনা-সইফের সুখের সংসারে নাকি বড় চিড় ধরেছে। কিন্তু সেই সব গুঞ্জনকে কার্যত মিথ্যে প্রমাণ করে দিলেন এই পাওয়ার কাপল। ছেলেদের নিয়ে পাড়ি দিলেন সামার হলিডেতে (Saif Ali Khan News)। তবে এবার কোন ডেস্টিনেশন, তার খোঁজ মেলেনি (Kareena Kapoor Vacation)। এক্সপার্ট নেটিজেনরা অবশ্য মনে করছেন, মুম্বইয়ের গরম থেকে রেহাই পেতে হয় কোনও হিলস্টেশন বা শীতের শহরেই পাড়ি দিয়েছে নবাব পরিবার। বাকিটা ক্রমশ প্রকাশ্য। আসুন দেখে নিন তাঁদের এয়ারপোর্ট ভিডিয়ো।