West Bengal News,তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ, এলাকায় শোরগোল – south 24 parganas tmc leader is no more


তৃণমূল নেতাকে মাদক খাওয়ানোর পর পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক পদে ছিলেন।পরিবারের অভিযোগ, মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে রবীন্দ্রনাথকে। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন। তাঁদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সমানে আসার পরেই অনেকাংশে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা সেখানে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মৃতের স্ত্রী বলেন, ‘ও আগেও প্রচুর মদ খেত। কিন্তু, কোনওদিন অজ্ঞান হয়নি। আমার মেয়ে বলেছিল বাবার জিভ, নখ কালো হয়ে গিয়েছে। আমি তখনও খেয়াল করিনি। পাড়ায় কয়েকজন বাঁশ নিয়ে ঘুরছিল। ওরাই ডেকে নিয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামীর কিছু ধার ছিল। সেই কারণেই হয়তো স্বামীকে মেরে ফেলল।’ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শওকত মোল্লা। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের দলের সদস্য ছিল। বুধবার রাতে ও খুন হয়েছে। কী ভাবে খুন হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর এই নিয়ে সঠিক কোনও বিষয় জানা সম্ভব হবে। ও খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত অসহায়। আমরা ওর সঙ্গে রয়েছি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।’ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই কি এই ঘটনা? শওকত মোল্লা বলেন, ‘পুলিশ তদন্ত করে দেখছে। সমস্ত দিক খতিয়ে দেখার পরেই এই নিয়ে সত্য সামনে আসবে।’

ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো থমথম এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবীন্দ্রনাথ মদ্যপান আগেও করেছেন। কিন্তু, তাঁকে মাদক খাইয়ে খুন করা হয়েছে কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট সামনে আসার পরেই এই নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *