West Bengal Tourism,হোটেল-ওয়োর ঝঞ্ঝাট এড়িয়ে থাকা যাবে সল্টলেকে সরকারি গেস্ট হাউজে, জানুন ভাড়া-ঠিকানা-বুকিং – udayachal tourism property nalban food park salt lake how to book contact details


পরীক্ষার জন্য আসতে হবে কলকাতায়! বা অন্য কোনও জরুরি কাজের জন্য ঢুঁ মারতে হবে তিলোত্তমায়। আবার কেউ কেউ শহরে থেকেও ‘আউট অফ হোম’ থাকতে চান। অনেকেই কোনও অশান্তি এড়িয়ে একরাত কাটাতে চান শহরেই। তাঁদের জন্য সল্টলেকের কিছু সরকারি গেস্ট হাউসের খোঁজ রইল।

নলবন ফুড পার্ক

সল্টলেক সেক্টর ৪-এ রয়েছে নলবন ফুড পার্ক। বিস্তীর্ণ এলাকাজুড়ে তা অবস্থিত। পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের নিয়ন্ত্রণে রয়েছে নলবন ফুড পার্কটি। সেখানে রয়েছে রাত্রিবাসের ব্যবস্থা।
ঠিকানা- নলবন ফুড পার্কটি রয়েছে সেক্টর ৪, সল্টলেক, কলকাতা ৭০০০৯৮।
খরচ কত- নলবন ফুড পার্কে একরাত থাকার ক্ষেত্রে ন্যূনতম খরচ ২৫০০ টাকা।

কী ভাবে করবেন বুকিং?
নলবন ফুড পার্কে থাকার জন্য বুকিং করা যাবে অনলাইনে। পাশাপাশি সেখানে রুম খালি রয়েছে কিনা, সেই বিষয়েও খোঁজ নেওয়া সম্ভব। https://www.wbsfdcltd.com/ সাইট থেকে করা যাবে বুকিং। নলবন ফুড পার্কে রয়েছে এসি, নন এসি রুমের ব্যবস্থা। এছাড়াও রয়েছে চিলড্রেন পার্ক, কনফারেন্স হল, ডাবল অ্যান্ড সিঙ্গল বেড, বিনামূল্যে পার্কিং ব্যবস্থা।

উদয়াচল ট্যুরিজম প্রপার্টি

এছাড়াও সল্টলেকেই রয়েছে পর্যটন দফতরের উদয়াচল ট্যুরিজম প্রপার্টি। 91 9874026899 নম্বরে ফোন করে করা যাবে যোগাযোগ।

অনলাইনে বুকিংয়ের কী ব্য়বস্থা রয়েছে?

পর্যটন দফতরের উদয়াচল ট্যুরিজম প্রপার্টিতে থাকার জন্য অনলাইনে করা যাবে বুকিং। https://www.wbtdcl.com/ -তে ক্লিক করে পাওয়া যাবে যাবতীয় তথ্য।

ঠিকানাটি কোথায়?

সল্টলেকে রয়েছে উদয়াচল ট্যুরিজম প্রপার্টি। ডিজি ব্লকের সেক্টর ২-তে তা অবস্থিত।

ভাড়া কত?

এই জায়গায় থাকতে গেলে প্রতিদিন ভাড়া দিতে হবে কমপক্ষে ১৯০০।

সরকারি এই ঠিকানাগুলিতে থাকার সুবিধা কী?

কলকাতায় সরকারি এই দুই ঠিকানাতে থাকার ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন অনেক পর্যটকের মনেই। প্রথমত, দুইটি জায়গাতেই সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো। ফলে নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে।

পাশাপাশি খাওয়া দাওয়া বাইরে থাকার ক্ষেত্রে একটা সমস্যার কারণ হতে পারে। এক্ষেত্রে সেই সমস্যা প্রায় নেই বললেই চলে। কারণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে সেখানেও। থাকা-খাওয়া-নিরাপত্তার অসুবিধা যেমন নেই, তেমনই অনলাইন বুকিংয়ের সুবিধাও রয়েছে। এছাড়াও ফোনে যোগাযোগ করে জানা যাবে সমস্ত সুযোগ সুবিধা সম্পর্কেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *