Acropolis Mall Kolkata,কসবার অ্যাক্রোপলিস মলে আগুন, অক্সিজেন মাস্ক পরে ঢুকলেন দমকল কর্মীরা, আতঙ্ক – fire and smoke in acropolis mall kolkata today


ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। এবার অ্যাক্রোপলিস মলের তিনতলায় আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। কাজও শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা মলজুড়ে। আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকায়। তবে ঠিক কী থেকে আগুন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মলের ভিতরে থাকা সবাইকেই বাইরে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও জানতে রিফ্রেশ করুন…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *