বড় পর্দায় দর্শকের মন জিতে নেওয়ার পর এবার ছোট পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে দেব অভিনীত ছবি বাঘাযতীন। বাঘাযতীন সিনেমার গান থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন মানুষেরা। দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল এই সিনেমা। এবারে ছোটপর্দায় এই সিনেমার মুক্তির আগে তারই ঘোষণায় গোটা টিমকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেতা প্রযোজক দেব (Bagha Jatin Cinema)। বাঘাযতীন থেকে শুরু করে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করা নিয়ে খোলসা করলেন দেব। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে দেবের প্রযোজনায় বিদ্যাসাগরের উপরে একটি সিনেমা বড় পর্দায় আসতে চলেছে যেখানে দেব অভিনয় বিদ্যাসাগরের চরিত্রে (Director Arun Roy)। সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিনি (Bagha Jatin Television Release)। আর কী কী সিক্রেট ফাঁস করলেন? আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।