Howrah Station,হাওড়া শাখায় এই রবিতে বাড়তি লোকাল, বড় পদক্ষেপ রেলের – eastern railway will run extra local train in howrah division in sunday 16 june for upsc exam


UPSC পরীক্ষার জন্য এবার মেট্রোর পর ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত। আগামী রবিবার ১৬ জুন হতে চলেছে ইউপিএসসি পরীক্ষা। আর তার জন্য বাড়তি ট্রেন চলবে হাওড়া শাখায়। মূলত ইউপিএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই পরিষেবার আয়োজন করা হলেও, সাধারণ যাত্রীরাও সেই সুবিধা নিতে পারবেন। এর ফলে পরীক্ষার্থীদের অনেকটাই সুবিধা হবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।এই বিষয়ে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই রবিবার (১৬ জুন) রয়েছে ইউপিএসসি পরীক্ষা। হাওড়া ডিভিশনে সপ্তাহের কাজের দিনের চেয়ে রবিবার একটু কম ট্রেন চলে। কিন্তু এই রবিবার তেমনটা হচ্ছে না। এদিন সমস্ত ট্রেনই চলবে। মেন লাইন ও কর্ড লাইনে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চলবে।’ তবে শুধু ইউপিএসসি পরীক্ষার্থীরা নন, সাধারণ যাত্রীরাও যে এই বাড়তি ট্রেনের পরিষেবা নিতে পারবেন তাও জানিয়ে দেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

এর আগে ওই দিন বিশেষ মেট্রো চালানোর কথাও ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ওই দিন মেট্রো ব্লু লাইন, অর্থাৎ উত্তর-দক্ষিণ শাখায় সকালে ২ ঘণ্টা আগে চালু হবে পরিষেবা। মেট্রোর তরফে জানান হয়, ওই দিন সকাল ৭টা থেকে শুরু হবে পরিষেবা। আপ এবং ডাউন মিলিয়ে ১৩০টির পরিবর্তে ওই দিন মোট ১৩৮টি পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে ১৩৩টি পরিষেবা আবার ছাড়বে ও পৌঁছবে দক্ষিণেশ্বরে। তবে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ৩০ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এক নজরে দেখে নেওয়া যাক ওই দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি।

দিনের প্রথম পরিষেবা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো সকাল ৭টা (সকাল ৯টার পরিবর্তে)
দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো সকাল ৭টা (সকাল ৯টার পরিবর্তে)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগমী মেট্রো সকাল ৭টা ১৫ মিনিট (সকাল ৯টার পরিবর্তে)
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো সকাল সাড়ে ৭টা (সকাল ৯টার পরিবর্তে)

দিনের শেষ পরিষেবা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত্রি ৯টা ২৭ (কোনও পরিবর্তন নেই)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো রাত্রি ৯টা ২৮ (অপরিবর্তিত)
দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো রাত্রি ৯টা ৪০ (কোনও পরিবর্তন নেই)
কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো রাত্রি ৯টা ৪০ (অপরিবর্তিত)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *