Mukut Mani Adhikari Ranaghat Dakshin By Election : রানাঘাটে মুকুটেই ভরসা তৃণমূলের – mukut mani adhikari first reaction after tmc nominated him as candidate for ranaghat dakshin assembly by election 2024 watch video


লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের দামামা। ১০ জুলাই রাজ্য়ের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। যার ফলপ্রকাশ ১৩ জুলাই। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বিধানসভায় রানাঘাটের মুকুটমণিতেই ভরসা রাখছে তৃণমূল (Assembly By Election 2024)। রানাঘাট দক্ষিণের প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। প্রার্থী হওয়ার পর কী প্রতিক্রিয়া মুকুটমণির? আসুন শুনে নেওয়া যাক এই ভিডিয়োতে। বিধানসভা উপনির্বাচনে মুকুটের মাথাতেই কি উঠবে জয়ের মুকুট? লোকসভা ভোটে পরাজয়ের ক্ষত বিধানসভা উপনির্বাচনে জিতে ভুলিয়ে দিতে পারবেন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *