Public Service Commission,ফুড এসআই পরীক্ষায় অনিয়মের অভিযোগ, সরকারি কর্তা সহ ২ জনকে গ্রেফতার সিআইডির – cid arrests two persons in psc food si recruitment examination case


সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-র একটি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে সিআইডি। এই ঘটনায় নদিয়ায় তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শংকর বিশ্বাস এবং পাপাই দাস। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ শংকর বিশ্বাস। তার কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং ব্যাঙ্কের একাধিক পাসবই উদ্ধার করা হয়েছে।সম্প্রতি রাজ্যের ফুড এসআই নিয়োগের পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ ওঠে। হলে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর পাঠানো হয়, অভিযোগ ওঠে এমনটাই। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরেই তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তল্লাশি চালিয়ে কল্যাণীর শংকর বিশ্বাস এবং ধুবুলিয়ার পাপাই দাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কলকাতার সার্ভে পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই এই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত শংকর সিজিও কমপ্লেক্সে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট জেনারেলের সিনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিল। এই দুই জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আদালতে। অভিযোগ ওঠে ফুড এস আই-এর পরীক্ষাতে এসএমএস-এর মাধ্যমে উত্তর জানিয়ে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নয়া মোড়। ওই উদ্ধার হওয়া মোবাইলগুলি থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। এই মামলার প্রেক্ষিতেই বিচারপতি রাজাশেখর মান্থা এডিজি সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যে যতগুলি এফআইআর হয়েছে সেগুলিকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। গত ১৬ ও ১৭ মার্চ ছিল খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষা।

উল্লেখ্য, খাদ্য দফতরে পিএসসির মাধ্যমে ৪৮০টি শূন্যপদে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি জারি হয়। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং ২০ সেপ্টেম্বর তা শেষ হয়। কিন্তু, এরই মধ্যে পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগে শোরগোল পড়ে যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় দায়ের হয়েছিল অভিযোগ। চাকরিপ্রার্থীরা পিএসসি ভবনের সামনে এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। রাজ্যের প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *