Rain Forecast : সপ্তাহ শেষে মিলবে স্বস্তি? খুশির খবর কি জানাচ্ছে হাওয়া অফিস? – weather update and rainfall forecast in south bengal districts including kolkata for details watch video


একদিকে উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে ভিজছে। পাশাপাশি অতি বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং সহ উত্তরের বেশ কিছু জায়গা। তার ঠিক বিপরীত ছবি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিশেষত কলকাতায় প্রবল গরম পরিস্থিতি। ভ্যাপসা-প্যাচপ্যাচে গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নাজেহাল অবস্থা। কবে দক্ষিণে ঢুকবে বর্ষা ? আপাতত সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বর্ষা ঢুকবে। ১৮ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহ শেষে মিলবে স্বস্তি? খুশির খবর কি জানাচ্ছে হাওয়া অফিস? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিয়োতে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *