গদর ২-এর ম্যাসিভ সাফল্যের পর ফের একটি কাল্ট ছবিতে হাত দিলেন সানি দেওল। জে পি দত্তার সাড়া ফেলে দেওয়া ছবি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া বর্ডার ফের ফিরতে চলেছে বড় পর্দায়। সানি দেওল বৃহস্পতিবার এই ঘোষণা করার পর থেকেই হইচই পড়ে গিয়েছে। নতুন কে তো স্বাগত জানাবেন, কিন্তু যে যবি হিন্দি চলচ্চিত্র দুনিয়ার নকসা বদলে দিয়েছিল, তার বেশ কিছু ট্রিভিয়া জানতে চান নাকি? অক্ষয় খন্না যে চরিত্র করে নারী হৃদয় ঘায়েল করে দিয়েছিলেন। আসল যুদ্ধে সেই সেকেন্ড লেফট্যানেন্ট ধরমবীর সিং ভান শহিদ হননি। একইভাবে পুনীত ইসার অভিনীত চরিত্র সুবেদার রতন সিংও বেঁচে ছিলেন। তাঁর মৃত্যু হয় ২০১৬ সালে ৯২ বছর বয়সে। ছবিতে জ্যাকি শ্রফকে দেখা যায় এয়ারফোর্স পাইলটের ভূমিকায়। সেই চরিত্রটি করার কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু আইনি জটিলতা থাকায় সঞ্জয় দত্তকে নেওয়া যায়নি। ব্যাটেল অফ লঙ্গেওয়ালায় মাত্র ১২০ জন ভারতীয় সেনা হারিয়ে দেন ৩ হাজার পাক সেনাকে়। এটা কি জানেন, অক্ষয় খন্নার চরিত্রের জন্যে আমির খান ও সইফ আলি খানের কাছেও অফার যায়? আসুন আরও বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।